শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সবচেয়ে আবেদনময়ী কাজল

| প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০১৭ | ১১:৪৯ অপরাহ্ন

ভারতের সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। হায়দরাবাদ টাইমস আয়োজিত অনলাইন ভোটে ২০১৬ সালের সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হন এই অভিনেত্রী।

কাজল বলেন, যারা আমাকে অনলাইনে ভোট দিয়ে এই সম্মান দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অভিনয় ক্যারিয়ারে এক দশক পূর্ণ করেছি। এই সময়টাতে আমি নিজের কাজের প্রতি একাগ্র থাকার চেষ্টা করেছি।

কাজল এখন সিনেমায় অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন। দক্ষিণী সিনেমায় নিয়মিত অভিনয় করেন এই অভিনেত্রী। বলিউডের সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।