শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাজস্ব নিরাপত্তার বিঘ্ন সৃষ্টিকারীরা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ : এনবিআর চেয়ারম্যান

| প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারী ২০১৭ | ৭:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: রাজস্ব নিরাপত্তার বিঘ্ন সৃষ্টিকারীরা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউজে অর্থনৈতিক সংবাদদাতাদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের সক্ষমতা বৃদ্ধি এবং কাস্টমস হাউসের নিচ্ছিদ্র নিরাপত্তা খুবই জরুরি। কাস্টমস হাউসের কর্মকর্তাদের হুমকি দেয়ার মাধ্যমে যারা রাজস্ব নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছেন তাদের খেসারত দিতে হবে। তারা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। তাদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

নজিবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য চট্টগ্রাম বন্দর একটি বড় স্থাপনা। বাণিজ্য সম্প্রসারণে এই বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরী। তাই কাস্টমসের কার্যক্রম আধুনিকায়নে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। নিলাম (অকশন) ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আনা হচ্ছে। মালামাল এনে কাস্টমস হাউসকে বিনা পয়সার গুদামে পরিণত করা যাবে না।

কাস্টমস হাউস বহিরাগতমুক্ত (ফালতু) করা হয়েছে উল্লেখ করে নজিবুর রহমান বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসে বহিরাগতদের চিরদিনের মত বিদায় করা হয়েছে। তারা আর ফিরে আসবে না।

সভায় সংক্ষিপ্ত প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার আবদুল্লাহ খান।

অনুষ্ঠানে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, পারভেজ ইকবাল ও ড. মাহবুবুর রহমান, শুল্ক গোয়েন্দা সেলের মহাপরিচালক বেলাল উদ্দিন, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তা ও ইআরএফ সদস্যরা উপস্থিত ছিলেন।