মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘হাছান মাহমুদকে আন্দোলনে ছেড়ে দিয়েছিলেন বাবা নুরুচ্ছফা তালুকদার’

| প্রকাশিতঃ ১ ফেব্রুয়ারী ২০২১ | ৯:৪৫ অপরাহ্ন


চট্টগ্রাম : কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার সদর) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, ‘৫২, ‘৬২, ‘৬৬, ‘৭০) সহ বাংলাদেশের প্রায় সকল আন্দোলন-সংগ্রামে রাঙ্গুনিয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার সামনে থেকে ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের সময় নুরুচ্ছফা তালুকদারের সরাসরি ভূমিকার কারণে পাক-হানাদারবাহিনীর চক্ষুশূল হয়েছিলেন। সেসময় তাকে তুলে নেওয়ার জন্য পাকবাহিনী হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছিল। তাকে খুঁজে না পেয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ার পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এই কথা বলেন।

এমপি কমল বলেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার নিজের ছেলে আজকের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এক এগারোর সময় পুলিশী ধরপাকড় ও থমথমে পরিস্থিতির সমত রাজপথে ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন, যা তোমাকে ছেড়ে দিলাম। বঙ্গবন্ধু কন্যাকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেই তবে ফিরবে।

‘প্রায়শই নুরুচ্ছফা তালুকদার ছেলে হাছান মাহমুদকে বলতেন, যত বেশি পড়ালেখা করবে তত বড় নেতা হতে পারবে। আমি নিজের কানে এই কথা বলতে শুনেছি। আজ ড. হাছান মাহমুদ রসায়ন বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, আন্তর্জাতিক রাজনীতি বিজ্ঞানী। আদর্শ পিতার যোগ্য সন্তান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন হাছান মাহমুদ।’ বলেন সাইমুম সরওয়ার কমল।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার -৩ (রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের তিন সন্তান যথাক্রমে স্বর্ণপ্রাপ্ত জাতীয় মৎস্যখামারী ও চ্যানেল আইয়ের ‘পরিবর্তনের নায়ক’ এওয়ার্ডপ্রাপ্ত এরশাদ মাহমুদ, ইংলিশ ইডেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি খালেদ মাহমুদ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, একুশে পত্রিকা সম্পাদক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা আজাদ তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল ইসলাম।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শিলক ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের সন্তান বেলজিয়াম আওয়ামী লীগ নেতা মোরশেদ মাহমুদ, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খান, মোহাম্মদ আরিফ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু তাহের, আবদুল হালিম ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সাঈদ মাহমুদ রনি প্রমুখ।

এর আগে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের পৌত্র আদেল মাহমুদ।

উদ্বোধনী খেলায় মুখোমুখী হয় চট্টগ্রাম আবাহনী ক্রীড়াচক্র ও স্থানীয় ওয়ালিদ স্মৃতি সংসদ। ৩০ মিনিট ব্যাপী খেলার শুরুতেই ১ গোলে এগিয়ে যায় ওয়ালিদ স্মৃতি সংসদ। প্রথমার্ধের শেষে পেনাল্টিতে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে আবাহনী ক্রীড়াচক্র। দ্বিতীয়ার্ধে আবাহনী ক্রীড়াচক্র দুর্দান্ত শটে গোল করে ২-১ গোলে এগিয়ে যায়।

১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিয়েছে।