চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিন পাশের পানি নিস্কাশনের ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আনুমানিক দুই মাস বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার এসআই বিকাশ চন্দ্র জানান, সকালে জমিয়তুল ফালাহ জামে মসজিদের দক্ষিণ পাশে ড্রেনে পথচারিরা এক নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে।