শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মেয়র কাপে মোহরা ওয়ার্ডে নিবন্ধন শুরু

| প্রকাশিতঃ ১৯ মার্চ ২০১৭ | ১২:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মোহরা ৫নং ওয়ার্ড দলে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হয়েছে।

মোহরা টিমে খেলতে আগ্রহী খেলোয়াড়দের নিজ ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৪ মার্চ শুক্রবার বিকাল ৩টায় ইস্পাহানি বয়লার মাঠে যাচাই বাছাই কার্যক্রমে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। আগ্রহীরা নিম্নে উল্লেখিত দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করেও নাম নিবন্ধন করতে পারবেন।

এ লক্ষে রোববার সকালে ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলর মোহাম্মদ আজমের সভাপতিত্বে টিম কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী কাউন্সিলর মোহাম্মদ আজম মোহরা টিমের প্রধান উপদেষ্ঠা ও পৃষ্টপোষক, সাংবাদিক আলম দিদার, (০১৮১২০৯১৬৪১) টিম ম্যানেজার, আশফাক হোসাইন খান (০১৮৩৪৮৮৫৫৯৯) সমন্বয়কারী, নিহার রঞ্জন দাশ (০১৮১৮৫৪০৪০২) প্রধান কোচ ও মনু রঞ্জন দাশ সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।

আগ্রহী খেলোয়াড়দের টিম ম্যানেজার ও কোচের সাথে যোগাযোগের অনুরোধ করেছেন কাউন্সিলর মোহাম্মদ আজম।