
ঢাকা : ঈদুল আযহার তৃতীয় দিনে সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬৬ জন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২০৪৯৩ টি নমুনায় পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। তাদের নিয়ে সারা দেশে আক্রান্তের সংখ্যা উন্নীত হয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ।
গত এক দিনে মারা যাওয়া ১৬৬ জনকে নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫১ জনে।
গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৬ জন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।