সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জাপান থেকে এল অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা

| প্রকাশিতঃ ২৪ জুলাই ২০২১ | ৫:৪০ অপরাহ্ন


ঢাকা : জাপান থেকে বাংলাদেশে পৌঁছেছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এই টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এই টিকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে হস্তান্তর করেন।

জাপান থেকে ২৯ লাখের বেশি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে করোনা টিকার আর কোনো সংকট হবে না।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।