সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

এক দিনে রেকর্ড ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

| প্রকাশিতঃ ১ অগাস্ট ২০২১ | ৬:২৫ অপরাহ্ন


ঢাকা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজধানী ঢাকায় ২১৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৯ জন ভর্তি হন।

রাজধানীতে ভর্তি রোগীদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬৬ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬২ জন। মোট ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮২৮ জন এবং ঢাকার বাইরে ৩২ জন ভর্তি রয়েছেন।

এছাড়াও চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া চারজনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।