সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

টিকা নিলে শারীরিক জটিলতা ও ঝুঁকি কম : আইইডিসিআর

| প্রকাশিতঃ ২ অগাস্ট ২০২১ | ২:৪৫ অপরাহ্ন


ঢাকা : টিকা না নেওয়া ব্যক্তিদের চেয়ে টিকা গ্রহণকারীদের শারীরিক জটিলতা এবং ঝুঁকি কম বলে এক গবেষণার বরাত দিয়েছে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।

রোববার এই তথ্য জানায় তারা। প্রতিষ্ঠানটি বলছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অবশ্যই দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে।

১ হাজার ৩৩৪ জনের ওপর একটি সমীক্ষা চালানো হয়। দেখা যায়, ৫৯২ জন কোনো টিকা নেননি। বাকি ৭৪২ জন অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। এর মধ্যে ৫৫ শতাংশ টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টিকার দুই ডোজ নিয়েছেন এমন ৩০৬ জন টিকা নেওয়ার অন্তত ১৪ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআর বলছে, টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় ভুগেছেন ১১ শতাংশ। আর দুই ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে এই হার ছিল ৪ শতাংশ। যারা টিকা নেননি, তাদের শ্বাসপ্রশ্বাসের জটিলতা পূর্ণ টিকা গ্রহণকারীদের তুলনায় ১০ শতাংশ বেশি।

যারা দুই ডোজ টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের ৭ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। যারা নেননি, তাদের ২৩ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।