সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

এবিএম ফজলে করিম চৌধুরীকে মন্ত্রী করার অনুরোধ এমপি নদভীর

| প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১:৩৩ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি : রাউজান থেকে চারবারের নির্বাচিত এমপি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে মন্ত্রী নিয়োগ দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়া থেকে নির্বাচিত সরকার দলীয় এমপি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বুধবার (২৯ সেপ্টেম্বর)  দুপুরে সীতাকুণ্ডে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন সার্ভিসসেবা ও এ উপলক্ষে রেলের নতুন স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। এসময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

ফজলে করিম চৌধুরীর করিৎকর্মা মনোবৃত্তির প্রশংসা করে ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি বলেন, এত বুলেট গতিতে কাজ করার মতো ৩শ’ সংসদ সদস্যের মধ্যে আর একজনও নেই। ফজলে করিম চৌধুরী ব্যতিক্রম। তিনি অত্যন্ত ডায়নামিক, করিৎকর্মা এমপি। আমি তাকে অন্তর থেকে শ্রদ্ধা করি। তিনি যেটা বলেন সেটা করেন এবং বুলেট গতিতে কাজ করেন, এগিয়ে নিয়ে যান।

তিনি বলেন, তার কাজ অত্যন্ত প্রশংসনীয় এবং সুদূরপ্রসারী। আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্লার্টফর্ম থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে বলব তাকে (ফজলে করিম চৌধুরী) একটা মন্ত্রণালয়ের মন্ত্রী বানান। এটা আমার সুপারিশ। এই আইআইইউসি অঙ্গন থেকে প্রধানমন্ত্রীর কাছে এটা সুপারিশ করলাম।

এবিএম ফজলে করিম চৌধুরী এমপির তাৎক্ষণিক এবং অতি দ্রুততার সাথে কাজ করার যে চেষ্টা বা অভ্যাস তার কিছুটা নিজের মধ্যে আছে জানিয়ে এমপি নদভী বলেন, আমিও কোনো কাজ ফেলে রাখি না। আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগড়ায় বুলেট গতিতে বহু কাজ হয়েছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষায় একটি মাইলফলক স্থাপন করেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় একইসাথে আরবি বিশ্ববিদ্যালয় করেছেন। কারণ পুরো আরব বিশ্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি অপপ্রচার রটিয়ে দেয়া হয়েছে। যে আওয়ামী লীগ ইসলামী ও আরবিবিরোধী৷ এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্ববিদ্যালয়ের নামের সাথে ইসলামী ও আরবি দুইটাই থাকবে।

নদভী এমপি বলেন, এই আইআইইউসি একটি মিনি পাকিস্তান ছিল। এখানে জামায়াতের এমন কোনও নেতা নেই যে আসেনি। গোলাম আজম সাহেব থেকে শুরু করে জামায়াতের বড় বড় নেতারা এখানে এসেছেন। জামায়াত একক কতৃত্বে দীর্ঘদিন এখানে সিন্ডিকেট করে রেখেছিল। আমরা তা ভেঙেছি। পৃথিবীর কোথাও এমন কোন আইন নেই যে একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠী দীর্ঘদিন একচ্ছত্র ক্ষমতার বলে কোনও প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে।

এর আগে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি ট্রাস্টিজ বোর্ডের সদস্য সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার আজিম আরিফ, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. খালেদ মাহমুদ, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যাবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।