শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাঁশখালীর বখশি হামিদ মসজিদে মুগ্ধ ফ্রান্সের রাষ্ট্রদূত

| প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২১ | ১০:১২ অপরাহ্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর প্রাচীন স্থাপনা বখশি হামিদ জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে প্রাচীন এই স্থাপনা পরিদর্শন করেন তিনি।

এসময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, অলিয়স ফ্রসেস এর পরিচালক ড. সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ড. প্রণব মিত্র চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ারা সার্কেল হুমায়ুন কবির, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম, শাহ সুফি হাফেজ মাওলানা আবদুল মজিদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান, ব্যাংকার ছৈয়দুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মসজিদ পরিদর্শনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ বলেন, বখশি হামিদ জামে মসজিদটি খুব সুন্দর একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান ও নিদর্শন। পরিদর্শন করে খুব ভালো লাগছে।

কালের সাক্ষী প্রাচীন এই মসজিদটি সবাইকে পরিদর্শন এবং সংরক্ষণের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে একটি দীঘির পাড়ে প্রাচীন স্থাপনা বখশি হামিদ জামে মসজিদটি প্রায় সাড়ে চারশ বছর পূর্বে নির্মিত হয়। মসজিদটি সুলতান সম্রাট সোলাইমানের আমলে নির্মিত।

মসজিদটির নির্মাণ কৌশলের সাথে প্রাচীন স্থাপনা ঢাকার শায়েস্তা খান মসজিদ এবং নারায়নগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল রয়েছে। কালের সাক্ষী হয়ে মসজিদটি এখানো দাঁড়িয়ে আছে।