
চট্টগ্রাম : চট্টগ্রামে একুশে বইমেলা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সদস্য মো. রুমেলকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার রুমেল (২২) নরসিংদীর বেলাবো থানার হাজার বাড়ির মো.কুদ্দুস মিয়ার ছেলে। তিনি থাকেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকায়। সেখানে একটি কারখানায় তিনি কাজ করতেন বলে জানা গেছে।
এর আগে গত সোমবার (২১ ফেব্রুয়ারি) নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের মেলা প্রাঙ্গণ থেকে তাকে আটক করেছিল নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) ফারুকুল হক জানান, রুমেলের কাছ থেকে উগ্রপন্থী ও ধর্মীয় সংঘাতমূলক বিভিন্ন প্রকাশনা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।