রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামের বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

| প্রকাশিতঃ ২৪ মে ২০১৭ | ৬:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দীনকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এ অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার জন্য মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাজধানীর আরামবাগ এলাকার একটি বাস কাউন্টার যান মহিউদ্দীন। এসময় মহিউদ্দীনকে তুলে নেওয়ার সময় সাদাপোশাকের লোকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তখন মহিউদ্দীনের সঙ্গে তার এক বন্ধু ছিলেন। মুঠোফোনে মহিউদ্দীনকে তুলে নেওয়ার খবর পাওয়ার পর অনেক জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, তার গুম হওয়ার বিষয়টি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমরা দেশবাসীর কাছে তুলে ধরছি। আমরা প্রশাসনকে আহ্বান জানাই, ২৪ ঘন্টার মধ্যে তাকে যেন পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে মামলা হলে আদালতে যেন তাকে হাজির করা হয়। তবে আমার জানামতে মহিউদ্দীনের বিরুদ্ধে কোনো মামলা নেই।

বিএনপি নেতা শেখ মহিউদ্দীনকে তুলে নেওয়ার ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান জাফরুল ইসলাম চৌধুরী।

তবে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, বুধবার দুপুর ১২টায় আমার থানায় বিএনপির ২০-২৫ জন লোক এসে জিডি করতে চেয়েছিলেন। কিন্তু ঘটনাস্থল ঢাকার আরামবাগ এলাকায় হওয়ায় তাদের জিডি নেওয়া হয়নি।