
চট্টগ্রাম : পতেঙ্গা খেজুরতলা সমাজ উন্নয়ন পরিষদ আয়োজিত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টে ইউনুছ মাস্টার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। পটিয়া আবাহনী ক্লাবকে ১-০ গোলের ব্যবধারে পরাজিত করে তারা এই বিজয় লাভ করে।
শনিবার মকবুল আহমেদ হাউজিং সোসাইটি মাঠে নৈশকালীন ফাইনাল খেলার প্রথমার্ধে ৬ মিনিটের মাথায় বিজয়ী দলের সুমন চমৎকার গোলটি করে দলকে এগিয়ে দেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজনীতিবিদ, সমাজসেবক ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ওয়াহিদ হাসান, পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, ইস্টার্ণ রিফাইনারি আবাসিক এলাকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মাঈনউদ্দিন, ডা. জয়নাল আবেদীন শিমুল।
মোহাম্মদ মারুফ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরতলা উন্নয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ মারুফ, আমির, মো. সাইদ আনোয়ার, সিদ্দিক, সানি, মানিক, ইমরান, ইমন। খেলা পরিচালনা করেন হারুন, আমির ও ইমরান।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় বিবেচিত হন ইশতিয়াক। সেরা গোলদাতা হন মুন্না। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সুমন। টুর্নামেন্টে মোট ৬৪টি দল অংশ নিয়ে গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় নামে। শেষে নক আউট পর্বে দুটি দল ফাইনালে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ২০ হাজার টাকার প্রাইজমানি, রানার্স আপ দলকে ট্রফিসহ ১২ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন।