মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম ওয়াসার পানির মান পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

| প্রকাশিতঃ ৬ মার্চ ২০২২ | ১১:৪৬ অপরাহ্ন


ঢাকা : চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পানির মান পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য স্থানীয় সরকার সচিবকে একটি কমিটি গঠন করে দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ল্যাবরেটরি ও পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরির একজন করে প্রতিনিধি কমিটিতে রাখতে বলা হয়েছে। এই কমিটি গঠনের পর তাদের এক মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে হবে।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

এ ছাড়া আদেশে কমিটিকে চট্টগ্রাম ওয়াসার পানির ১০টি উৎসস্থল, ১০টি বিতরণ জোন ও দৈবচয়নের ভিত্তিতে যে কোনো চার জায়গায় সরবরাহ করা পানির নমুনা সংগ্রহ করে তাও পরীক্ষা করতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বাংলাদেশের পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও দারিদ্র্য নিয়ে ২০১৮ সালে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। পরে ওই প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এসব প্রতিবেদন যুক্ত করে ওই বছরের ১৪ অক্টোবর হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী তানভীর আহমেদ। এরপর আবেদনের প্রাথমিক শুনানির পর ঢাকা ওয়াসার পানির মান পরীক্ষায় চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেওয়ার পাশাপাশি রুল জারি করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার কমিটি গঠনসহ আদেশ দেন হাইকোর্ট।