শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

হজের ফ্লাইট শুরু ৩১ মে

| প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২২ | ৫:১০ অপরাহ্ন


ঢাকা : এবার হজের প্রথম ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। বাংলাদেশ থেকে ৭৫ ফ্লাইটে মোট ৩১ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যাবেন।

আজ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভাশেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে অনুষ্ঠিত হওয়া ওই সভায় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম। তিনি গণমাধ্যমকে জানান, ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব ছিল এক লাখ ২৫ হাজার টাকা। বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে ভাড়া আরও কমানোর জন্য।