মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ইয়াবা পাচার: একজনের যাবজ্জীবন, এক রোহিঙ্গার ১০ বছর কারাদণ্ড

| প্রকাশিতঃ ২৬ মে ২০২২ | ৯:০৩ অপরাহ্ন


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ছয় হাজার পিস ইয়াবা পাচারের দায়ে হাফেজ উল্লাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় ২ হাজার ৮০০ পিস ইয়াবা পাচারের দায়ে ওসমান গনি (৩৫) নামে এক রোহিঙ্গাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন বলে জানান উক্ত আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত দাশ।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হাফেজ উল্লাহ (৫০) টেকনাফের সেন্টমার্টিনের কোনারপাড়ার মৃত মোহাম্মদ হোছাইনের ছেলে। ১০ বছর সাজাপ্রাপ্ত ওসমান গনি (৩৫) মিয়ানমারের আকিয়াবের চামতলীর আনু মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১০ অক্টোবর বিকেলে টেকনাফ পৌরসভার হিলটপ হোটেলের সামনে রাস্তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে হাফেজ উল্লাহ ও রোহিঙ্গা ওসমানকে আটক করে। আটক হাফেজ উল্লাহ’র কাছ থেকে ৬ হাজার এবং রোহিঙ্গা ওসমানের কাছ থেকে ২ হাজার ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ অস্থায়ী সার্কেলের উপ-পরিদর্শক মো. নাছির উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হলে বিচারক ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর বিচারের জন্য আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হাফেজ উল্লাহ গ্রেপ্তার হাওয়ার ১ বছর ১ মাস পর ২০২০ সালের ৪ নভেম্বর কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তির পর থেকে পলাতক রয়েছেন। অপর আসামি রোহিঙ্গা ওসমান গনি রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।