মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ক্রেতারা বেশি দামে পণ্য কিনছে বলেই ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

| প্রকাশিতঃ ২ জুন ২০২২ | ২:৫৮ অপরাহ্ন


ঢাকা : ক্রেতারা বেশি দামে পণ্য কিনছে বলেই ব্যবসায়ীরা বেশি মুনাফা করার সুযোগ পাচ্ছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘ক্রয়ক্ষমতা বেড়েছে বলেই তারা বেশি দামে পণ্য কিনছে। ক্রেতারা বেশি দামে পণ্য কিনলে আমাদের কিছু করার নেই।’

বৃহস্পতিবার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। ‘দ্বিতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে এই ব্রিফিং করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দরিদ্রসীমার নিচে। আমি কখনই বলিনি ১৭ কোটি মানুষের পয়সা বেশি হয়েছে। বাস্তবতা হলো— দেশের ২০ ভাগ মানুষ নিম্নআয়ের, সেটাকে মাথায় রাখতে হবে।’

‘১৭ কোটি থেকে তিন কোটি বাদ দিলে যে ১৪ কোটি থাকে, তাদের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) ইউরোপের মতো। দরিদ্র শ্রেণির তিন কোটি মানুষকে অ্যাডজাস্ট করা দরকার, সেটার চেষ্টাই করে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।’বলেন মন্ত্রী

টিপু মুনশি বলেন, ‘আমাদের দেখা দরকার সাধারণ মানুষ সঠিক দামে পণ্য কিনতে পারছেন কি না। ক্রয়ক্ষমতারও দুটি দিক রয়েছে, একটি হলো—যারা উৎপাদনকারী ও যারা ভোক্তা। যদি এমন একটি পর্যায়ে নিয়ে যাই যে, উৎপাদনকারী আর ইন্টারেস্ট পাচ্ছে না। তাহলে কিন্তু প্রভাব পড়বে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের দেখতে হবে উৎপাদন খরচ, প্রফিট, মার্জিন কতটা থাকা উচিত। সামঞ্জস্যপূর্ণ দামের ক্ষেত্রে যেন কোনোভাবে বড় ধরনের পার্থক্য না থাকে। এটা দেখার জন্য খাদ্য মন্ত্রণালয় যেভাবে সাহায্য চাইবে, আমরা সাহায্য করবো। নিম্নআয়ের মানুষের স্বার্থ দেখাটাই আমাদের লক্ষ্য।’