চট্টগ্রাম: টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গায় পানি উঠায় চট্টগ্রামের সঙ্গে দুই পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানসহ কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের সঙ্গে এই তিন জেলার যানচলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে পুলিশ রাউজান থানার ওসি আহসান হাবিব বলেন, রাউজান দাইয়ার ঘাটা থেকে চারা বটতল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে গেছে। এতে চট্টগ্রামের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
হাইওয়ে পুলিশ দোহাজারি থানার ওসি মিজানুর রহমান বলেন, চন্দনাইশের কসাই পাড়া থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় সড়ক তলিয়ে গেছে। যার ফলে চট্টগ্রামের সাথে বান্দরবান ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।