মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে শিখিয়ে দিতে হবে : সাকিব

| প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০২২ | ১:৫৬ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : অনেক আলোচনা-সমালোচনার পর সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্ব পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয়েছেন। সেখানে নতুন কোনও প্রতিশ্রুতি দিলেন না তিনি।

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল কখনোই প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেনি। দল হিসেবে বিচ্ছিন্নভাবে কিছু পারফরম্যান্স করলেও ধারাবাহিকতার অভাব প্রকট। সে কারণেই এশিয়া কাপ সামনে রেখে নতুন করে শুরু করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই কোচিং স্টাফ থেকে শুরু করে পরিবর্তন আনা হয়েছে দলে।

সাকিব ভালো করেই জানেন, নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না। সেজন্য ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন। মিরপুরে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে শিখিয়ে দিতে হবে। আমরা আসলে ওই জায়গায় নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ তিন আসরে ফাইনাল খেলেছিল।