চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের বাস স্টেশন এলাকায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে আগুনে সূত্রপাত হয়।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হল- নুর আলমের মালিকানাধীন শাহচাঁন আউলিয়া ট্রেডার্স, মো. আবদুর রহমানের শাহ তৈয়বিয়া ট্রেডার্স ও হাবিবুর রহমানের গাউছিয়া ট্রেডার্স।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের দুটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি পাইপ ফিটিংসের দোকানের মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।