চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি দর্জি দোকানে আড্ডার সময় কথা কাটাকাটির জেরে এক কর্মচারীর কাঁচির আঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার বেলতলার চন্দননগর এলাকায় মিঠু টেইলার্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম সাগর (১৪) বেলতলা এলাকার নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় ব্রাইটসান স্কুলের নবম শ্রেণির ছাত্র। ঘটনায় জড়িত বিপ্লব চন্দ্রকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লবের দর্জি দোকান মিঠু টেইলার্সের সামনে দাঁড়িয়ে সবসময় আড্ডা দিত সাগর। বিপ্লবের সঙ্গেও সবসময় ঠাট্টা-মশকরা করতো। অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে বিপ্লবকে ক্ষেপিয়ে মজা নিত। বুধবার রাতেও বিপ্লবকে বিভিন্ন বিষয় নিয়ে ক্ষেপাচ্ছিল সাগর। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে দোকানের ভেতর থেকে কাঁচি নিয়ে সাগরের দিকে ছুড়ে মারে বিপ্লব। কাঁচিটি সাগরের পিঠে লেগে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় সাগরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারে পর মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিপ্লব।