শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে বিদেশি শিক্ষক, আটক ৩

| প্রকাশিতঃ ২২ জুন ২০১৭ | ১০:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর খুলশীতে হেঁটে বাসায় যাবার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক বিদেশি শিক্ষক।

বুধবার রাতে খুলশী এলাকায় ওই নারী শিক্ষক ছিনতাইকারীর কবলে পড়েন।

খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, ডানা ম্যাকক্লেইন নামে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ওই শিক্ষিকা থানায় বৃহস্পতিবার একটি অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, ছিনতাইকারীরা তার ব্যাগটি নিয়ে গেছে। তাতে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জাম ছিল। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।