মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

এমবাপের জোড়া গোলে নাটকীয়ভাবে ফ্রান্সের প্রত্যাবর্তন

| প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০২২ | ১০:৫০ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : কাতারের লুসাইলে ইউরোপের জায়ান্ট ফ্রান্সের মুখোমুখি হয়েছে লিওনেল মেসির দল। দুই দলের সামনেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় লিওনেল মেসির গোলে প্রথমার্ধের ২৩ মিনিটে এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা।

তার ঠিক ১২ মিনিট আবারো ব্যবধান দ্বিগুণ করেন আনহেল ডি মারিয়া। প্রথমার্ধে বাকি সময় দুই দলের আর কেউ গোলের দেখা না পেলে ২-০ নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে কিলিয়াম এমবাপের গোলে ২-২ ব্যবধানে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছে ফ্রান্স।