মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রথম সেশনেই চার উইকেট হারাল টাইগাররা

| প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২২ | ১২:৩০ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : মিরপুুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে কোনো উইকটে হারায়নি স্বাগতিক বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের শুরুটা ভলো হলো না টাইগারদের। প্রথম সেশনেই হারাল চারটি উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৪ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে টাইগাররা। ফলে এখনও পিছিয়ে রয়েছে ১৬ রানে।

এখন ৩৭ রানে জাকির হাসান ও শূন্য রানে লিটন দাস অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানে থামে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩১৪ রান তুলেছে ভারত। তাতেই নেয় ৮৭ রানের লিড। দ্বিতীয় দিনের শেষ বিকেলে বিনা উইকেটে ৭ রান রান তুলে স্বাগতিকরা।

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। রবিচন্দ্রন অশ্বিনের করা দিনের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত। আর ৫ রানে সিরাজের বরে কটবিহাইন্ড হন মুমিনুল হক।

সুবিধা করতে পারেননি দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। জয়দেব উনাদকাটের বলে শুভমান গিলের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৩৭ বলে ১৩ রান করেন দলনেতা সাকিব আল হাসান। আর ১৯ বলে ৯ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। এখন খেলছেন জাকির হাসান ও লিটন দাস।