
ঢাকা : বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি, অপ্রয়োজনীয় সিজারসহ কোনো অনিয়ম হচ্ছে কিনা তা নির্ণয়ে জেলা প্রশাসকদের (ডিসি) তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে কি না, অপ্রয়োজনীয় সিজার এবং অতিরিক্ত ফি দিতে রোগীদের বাধ্য করা হচ্ছে কি না, তা তদারকি করতে বেসরকারি ক্লিনিক পরিদর্শনের জন্য আমরা ডিসিদের অনুরোধ করেছি।
সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এখন আমরা হচ্ছে উপজেলা পর্যায়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাত নিয়মের মধ্যে আনার কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় একা করতে পারবে না। সবাই মিলে কাজ করতে হবে। স্বাস্থ্যের সাথে আরও অনেক বিষয় জড়িত।
দূষিত পানি এসব বন্ধে ডিসিদের অভিযান করার কথা বলা হয়েছে। এছাড়া খেজুরের রস সরাসরি না খাওয়া, পাখির খাওয়া ফল না খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ডিসিদের অনুরোধ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।