রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার উঠানামায় নতুন রেকর্ড

| প্রকাশিতঃ ২২ জুলাই ২০১৭ | ৮:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে একদিনে সর্বোচ্চসংখ্যক কন্টেইনার উঠানামার রেকর্ড হয়েছে। বহির্নোঙরে জাহাজ জট ও জেটিতে কন্টেইনার জট নিয়ে সমালোচনার মধ্যে শনিবার এই তথ্য জানান বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল। দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউজের মিলনায়তনে এক মতবিনিময় সভা চলাকালে তিনি এই তথ্য দেন।

দেশের আমদানি রপ্তানি বাণিজ্য ও ট্রেড ফ্যাসিলিটেশনের স্বার্থে চট্টগ্রাম কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে সর্বস্তরের স্টেকহোল্ডারদের সাথে’ মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।

সভায় বন্দর চেয়ারম্যান বলেন, আমার কাছে এইমাত্র একটি খবর এসেছে- আমরা রেকর্ড স্থাপন করেছি। চট্টগ্রাম বন্দরের সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় আমরা ৯৬৯৫ টিইইউ (টোয়েন্টি ফিট ইব্যুভেলেন্ট ইউনিট) কন্টেইনার হ্যান্ডলিং করেছি। তার মধ্যে চার হাজার ৮১৩ ইমপোর্ট (আমদানি) এবং চার হাজার ৮৮২ এক্সপোর্ট (রপ্তানি)। এর আগে চলতি বছর ৩০ এপ্রিল বন্দরে কন্টেইনার উঠানামার সর্বোচ্চ রেকর্ড ছিল ৯ হাজার ৩৯৭ টিইইউ।

তিনি আরও বলেন, এ মুহুর্তে আমাদের মোট ৩৭ হাজার ২১৭ টিইইউ কন্টেইনার বন্দরের ভেতর আছে। গত এক বছরে ৫০ হাজার ঘনফুট বন্দরের ভেতরে বিভিন্ন জায়গায় যোগ করেছি। প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনারকে এক টিইইউ একক ধরে হিসেবে করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নজিবুর রহমান। মতবিনিমম সভায় ব্যবসায়ী নেতারা অংশ নেন।