চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৩ শিক্ষার্থী চ্যান্সেলর পদকে ভূষিত হয়েছে। রোববার শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের এই পদক দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নের দেশ গড়তে হলে আমাদের প্রজন্মকে বিশ্বমানের জ্ঞানার্জন করতে হবে। এবং শুধু জ্ঞানার্জনই যথেষ্ট নয় আমাদের ভালো মানুষ হতে হবে।
প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনেক কষ্ট করে প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে আনলেও ন্যায়-নীতিহীন শিক্ষকদের কারণে তা পুরোপুরিভাবে কার্যকর করা সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. কামরুল হুদা, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-শিক্ষার্থীরা।