সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

| প্রকাশিতঃ ২৩ অগাস্ট ২০১৭ | ৫:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই এলাকার দক্ষিণ চিরিয়ার পাড় গ্রামের মঙ্গল আলীর ছেলে মো. ফরিদ (১৯) এবং নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ এলাকার পার্বতী গ্রামের মো. দুলালের ছেলে মো. শিমুল (১৮)। আহত শ্রমিক মো. ফাহিম (১৭) সীতাকুন্ড উপজেলার বড় কুমিরার রহমতপুর এলাকার বাসিন্দা।

সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, একটি মার্কেট ভবনের চতুর্থ তলায় নির্মাণ কাজ চলছিল। ভবনে লোহার রড তোলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। সকাল ১০টার দিকে তিনজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফাহিম বার্ন ইউনিটে চিকিৎসাধীন।