মোর্শেদ নয়ন : আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের পুরস্কার পেয়েছেন কর্ণফুলী থানার ওসি মো. রফিকুল ইসলাম; এছাড়া বিভিন্ন অর্জনের জন্য কর্ণফুলী থানাকে দেওয়া হয় শ্রেষ্ঠ থানার পুরস্কার।
জুলাই মাসের কাজের স্বীকৃতি হিসেবে গত ২০ আগস্ট চট্টগ্রাম মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় নগদ অর্থ ও সনদ তুলে দেন কমিশনার মো. ইকবাল বাহার।
এছাড়াও অস্ত্র ও মাদক উদ্ধার, মামলা তদারকি, নিষ্পত্তিসহ বিভিন্ন কাজের জন্য থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক, গোয়েন্দা, সিটি এসবি’র পরিদর্শক, এসআই, এএসআই, টিএসআই, সার্জেন্ট ও কনস্টেবলসহ মোট ৯২ জনকে বিভিন্ন ক্যাটাগারিতে পুরস্কার দেওয়া হয়েছে।
২০১৬ সালের ১০ এপ্রিল চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন ইকবাল বাহার; এরপর পুলিশ সদস্যদের কাজের গতি বাড়াতে বিভিন্ন জোনের থানা ও কর্মকর্তাদের কাজের উপর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
পুলিশ সদস্যদের কাজের গতি বাড়ানোর পাশাপাশি উৎসাহিত করতে প্রতিমাসেই এই পুরস্কার দেওয়া হচ্ছে।
মাসিক অপরাধ সভায় অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্যসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।