চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বাস চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানোয়ারা ইয়াসমিন তিন্নি চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণিতে পড়তেন। তিনি নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকার আবু আহমেদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহদ্দারহাটমুখী একটি ১০ নম্বর রুটের বাস দুই নম্বর গেইট মোড়ে এলে সেটিকে থামার সংকেত দেন একজন ট্রাফিক পুলিশ সদস্য। বাসের চালক সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যায়। এসময় ট্রাফিক পুলিশের ওই সদস্য আবারও বাসটি থামানোর চেষ্টা করেন। তখন বাস চালক বাম দিকে মোড় নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ছাত্রীটি বাসের নিচে চাপা পড়েন।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, বাস চাপায় ওই স্কুলছাত্রী মাথায় গুরুতর আঘাত পান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।