সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

কোমরে আঘাত পেয়েছেন মেয়র আ জ ম নাছির, দোয়া কামনা

| প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০১৭ | ৫:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম: পা পিছলে কোমরের বাম পাশে আঘাত পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন; চিকিৎসা নেওয়ার পর বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন মেয়র।

এর আগে শুক্রবার সকাল সাতটার দিকে নগরের আন্দরকিল্লায় নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে।

মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বলেন, সকালে নিজের বাসায় পা পিছলে পড়ে যান মেয়র। এরপর বাসায় চিকিৎসকেরা এসে পরীক্ষা নিরীক্ষা করেন। পরে সকাল ১০টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার একটি রোগ নির্ণয়কেন্দ্রে মেয়রকে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে অর্থোপেডিকস চিকিৎসকদের একটি দল মেয়রের উরুর নিচের অংশে ফাটল ধড়েছে বলে জানান। মেয়রকে বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। চার দিন পর পরবর্তী করণীয় জানাবেন চিকিৎসকেরা।

সুস্থতার জন্য সবার কাছে মেয়র আ জ ম নাছির উদ্দীন দোয়া চেয়েছেন বলে জানান রায়হান ইউসুফ।