মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

অগ্নিগর্ভ ইসরায়েল-ফিলিস্তিন, নিহত বেড়ে ৪৮২

| প্রকাশিতঃ ৮ অক্টোবর ২০২৩ | ৮:১৪ পূর্বাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : ফের সংঘর্ষে উত্তাল ইসরায়েল-ফিলিস্তিন। গাজা থেকে হামাসের হাজার হাজার রকেট হামলায় ইসরায়লে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহত ২৩২ জন ছাড়িয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।

এছাড়া উভয় দেশে আহতের সংখ্যা হাজারের বেশি। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ইসরায়েলের বিভিন্ন অংশে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। অন্যদিকে গাজায়, হামাসের স্থাপনা লক্ষ্য করে অতর্কিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল নতুন করে সেনা সমাবেশের ডাক দিয়েছে।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে হামাস। এর পরিণতি ভোগ করতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এখন যুদ্ধের মধ্যে।

অন্যদিকে হামাস দাবি করেছে, তারা কয়েক ডজন ইসরায়েলি সেনাকে বন্দী করেছে।

তবে এই সংখ্যার পরিমাণ জানানো হয়নি। উভয় দেশেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিবিসি, সিএনএন ও আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হচ্ছে।