সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হাটহাজারীতে ১৯ রোহিঙ্গা আটক

| প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০১৭ | ৫:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে হাটহাজারীতে আসা ১৯ রোহিঙ্গা আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাটহাজারী পৌরসভার কামালপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়া হোসেন (৬০), লায়লা বেগম (৫০), মো: হোসেন (৩০), আমির হোসেন (২৫), শহীদ (১৪), নুর হাওয়া (১৬), নুরকিস ফতেমা(৩), সঞ্চিতা বেগম (২৫), রহিমা বেগম (২৭), নুর জাহান (২৭), আবদুর রহমান (২০), হেমছু রহমান(১৫), কামাল (৭), ছাদেক (৪), সাফিয়া (৯), ওমর ফারুক (৪),নুর কায়েস (৫), ইয়াকুব রহমান (২),সবনাম (৫ মাস), শাবনুর (৩), সূর্য রহমান (৪)।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মাসুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৯ রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। তাদেরকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

হাটহাজারীতে অবৈধভাবে আসা রোহিঙ্গাদের যারা আশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।