মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, আহত ২

| প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২৩ | ১০:৩১ পূর্বাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ভবন ধসে তিন বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত এবং চারজন নিখোঁজ হন।

দেশটির পুলিশ জানিয়েছে, ‘গতকাল রাতে বাতু মং-এ মালয়েশিয়ার ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটি (এলকেআইএম) এর কাছে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়লে তিনজন মারা গেছেন এবং দু’জন গুরুতর আহত হয়েছে।’

রাজ্যের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ বলেছেন, তিনজনের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন হাসপাতালে মারা যান।

তিনি জানান, আহত দুজনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।