শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘কুলেস্ট হিরোইন’ বাঁধন

| প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৫০ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : গল্পের নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আজমেরী হক বাঁধন। সীমানার প্রাচীর ভেঙেছেন আগেই। এ বছর অভিনয়ের সৌরভ ছড়িয়েছেন বলিউডে। হয়েছেন প্রশংসিত। এবার জুটল স্বীকৃতি। ‘কুলেস্ট হিরোইন’-এর তালিকায় নাম উঠেছে বাঁধনের।

‘কুলেস্ট হিরোইন’-এর তালিকাটি প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্পানিয়ন। এতে নাম উঠেছে পাঁচ অভিনেত্রীর। রয়েছেন কঙ্কনা সেন শর্মার, ডিম্পল কাপাডিয়ার মতো তারকারা।

‘কুলেস্ট হিরোইন’-এর তালিকায় বাঁধনের আগে যেতে পারেননি কঙ্কনা, ডিম্পলরা। কঙ্কনা সেন শর্মা (মুম্বাই ডায়েরিজ), মনা সিং (কালা পানি), ডিম্পল কাপাডিয়াকে (সাস-বহু অর ফ্ল্যামিঙ্গো) পেছনে রেখে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের এ তারকা। তার আগে রয়েছেন শুধু দক্ষিণি তারকা নয়নতারা। ‘জাওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য এ তালিকার শীর্ষে রাখা হয়েছে তাকে।

বাঁধনের ভূয়সী প্রশংসা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খুফিয়া’ সিনেমায় টাবুর ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। সিনেমাটিতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনের আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্স থেকেও চোখ সরানো দায়।

৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খুফিয়া’। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমার প্রযোজক জেরেমি চুয়া। এতে বাঁধন, টাবু ছাড়াও অভিনয় করেছেন আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।