মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

উখিয়ায় বন্য হাতির আক্রমণে ৪ রোহিঙ্গার মৃত্যু

| প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০১৭ | ৭:২৪ অপরাহ্ন

কক্সবাজার: বন্য হাতির আক্রমণে কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় নেয়া ক্যাম্পে ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছে আরও ২ রোহিঙ্গা।

শনিবার সকাল ১১ টার দিকে উখিয়ার বালুখালীস্থ রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা আলী কবির।

তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে রোহিঙ্গারা উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা আশ্রয় নেয়া বেশিরভাগ পাহাড়ি এলাকা হলো বন্য হাতির আবাসস্থল। দীর্ঘদিন ধরে এসব পাহাড়ে বন্য হাতির বিচরণ রয়েছে। এখনো বন্য হাতির বিচরণ দেখা যায়। হাতির আশ্রয়স্থলে যখন রোহিঙ্গারা ঘর তৈরি করছে; এসময় একদল বন্য হাতি আক্রমণ চালায় রোহিঙ্গাদের উপর।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফজুরুল হক টুটুল বলেন, শনিবার দুপুরে হাতির একটি দল আক্রমণ চালায় পাহাড়ি এলাকায়। ওই সময় হাতির আক্রমনে ঘটনাস্থলে ৩ শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু হয় এবং আহত হয় আরও ২ রোহিঙ্গা। তাদেরকে চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় বেশকিছু ঘর-বাড়িও বিধ্বস্ত করে হাতির দল।

তিনি আরও বলেন, নিহত ৪ জন রোহিঙ্গার মধ্যে ৩৫ বছরের এক নারী, ৯ থেকে ১১ বছরের ৩ জন শিশু রয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।