চট্টগ্রাম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে সম্পাদক ও পরিচালনা সম্পাদককে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মাামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
মামলায় দুই অভিযুক্ত হলেন দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী ও পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী।
বাদির পক্ষের আইনজীবি ও সাবেক পিপি এনামুল হক বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী। তিনি তিন বারের প্রধানমন্ত্রী। এদেশে রয়েছে তার লক্ষ-কোটি ভক্ত। খালেদা জিয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করা প্রয়োজন। এই সংবাদে বিএনপি পরিবারের মধ্যে ক্ষোভ জমেছে।
এদিকে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের’ ৫৭ ধারায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইফতেখার মহসিন চৌধুরী আরও একটি মামলা করেন। দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক ও পরিচালনা সম্পাদককে এতে আসামি করা হয়। তবে ওই মামলাটি চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত খারিজ করে দেন।
৫৭ ধারায় দায়ের করা মামলার বাদি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইফতেখার মহসিন চৌধুরী বলেন, পত্রিকাটি চোখে পড়ে না এমন জায়গায় দুঃখ প্রকাশ করে গত ১২ অক্টোবর। যেখানে অন্য একটি ভুয়া পত্রিকার নাম দেয়া হয়েছে সোর্স হিসেবে। অথচ গত ১১ সেপ্টেম্বরের মিথ্যা প্রতিবেদনে ওই সোর্স উল্লেখ ছিলো না। এতেই প্রমাণ হয় তারা ইচ্ছেকৃতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমার আবেদন খারিজ করে দেয়ায় উচ্চ আদালতে মামলা দায়ের করবো।
প্রসঙ্গত গত ১১ অক্টোবর দৈনিক পূর্বকোণে ‘বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে পূর্বকোণ কর্তৃপক্ষের দাবি, ওই নিউজে ‘ফক্স নিউজ পয়েন্ট এবং র্যাকার ওয়াইল্ড’ নামে দুটি সংবাদের সূত্র উল্লেখ করা হয়েছিল। এছাড়া ছাপানোর পরদিন পত্রিকাটি দুঃখ প্রকাশ করে অনলাইন সংস্করণ থেকে সংবাদটি তুলে নেয়।