মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পৌরকর সহনশীল পর্যায়ে আনতে চসিক আন্তরিক : মেয়র নাছির

| প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০১৭ | ৭:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: পৌরকর সহনশীল পর্যায়ে আনতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আন্তরিক বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। রোববার দুপুরে মেয়র বাসবভনে অনুষ্ঠিত চসিকের অর্থ ও সংস্থাপন ষ্ট্যান্ডিং কমিটির ২৬ তম সাধারন সভায় তিনি এ কথা জানান।

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, পৌরকর বিষয়ে নগরবাসীর পক্ষে সাবেক মেয়রবৃন্দসহ নানা শ্রেনী ও পেশার বিভিন্ন সংগঠনের সুচিন্তিত মতামত, প্রস্তাবনা ও দাবীসমূহ আমলে নিয়ে যাচাই-বাছাই করে ধার্যকৃত কর সহনশীল পর্যায়ে আনতে চসিক আন্তরিক। এছাড়াও নগরীর আদিবাসী অসচ্ছল, হতদরিদ্র, দরিদ্র ও সীমিত আয়ের হোল্ডারদের পৌরকর মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সভায় ১৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বরের মধ্যে বকেয়া গৃহকর ও রেইট এবং ট্রেড লাইসেন্স ফি হালনাগাদ পরিশোধের উপর আরোপিত শতভাগ সারচার্জ মওকুফের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ব্যক্তিমালিকানাধীন এলাকায় স্ল্যাব নির্মাণের ক্ষেত্রে বিগত মেয়রের সময়ের ধার্যকৃত ফি প্রতি বর্গফুট ৫ শত টাকার স্থলে ২৫০ টাকা নির্ধারণ, ছোট ছোট লেইন-বাই লেইনে প্রতি বর্গফুট ফি তিনশত টাকা এবং বাণিজ্যিক এলাকায় পূর্বের মেয়রের সময়ে ধার্যকৃত প্রতি বর্গফুট দেড় হাজার টাকার স্থলে কমিয়ে প্রতি বর্গফুট ফি ১ হাজার টাকা ধার্য করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চসিকের অর্থ ও সংস্থাপন ষ্ট্যান্ডিং স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. শফিউল আলম। সভায় কমিটির সদস্য কাউন্সিলর নাজমুল হক ডিউক, মাজহারুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, ফারজানা পারভিন, ফারহানা জাবেদ, সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন এবং বিশেষ আমন্ত্রণে প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন অতিরিক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।