চট্টগ্রাম: নগরের রাস্তায় মানসিক প্রতিবন্ধী এক নারীর জন্ম দেওয়া শিশু সন্তানকে হেফাজতে নিয়েছেন ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহনূর বেগম দম্পতি।
রোববার সকালে পতেঙ্গা থানার সৈকত সড়কে এসএপিএল কন্টেইনার ডিপোর কাছে রাস্তার ওপর জন্ম নেয় নবজাতকটি রয়েছে।
সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহনূর বেগম বলেন, সকালে ৪১ নম্বর ওয়ার্ডের ফুলছড়ি পাড়ায় একটি বিচার করে ফেরার পথে এসএপিল কন্টেইনার ডিপোর কাছে নবজাতকটিকে রাস্তায় দেখতে পাই। এসময় নবজাতকটির পাশে তার মাকে দেখি। এক কভার্ড ভ্যান চালক শিশুটিকে একটি কাপড় দিয়ে রাস্তার ওপর শুইয়ে রেখেছিল। আর মা পাশে দাঁড়িয়ে ছিল।
তিনি আরও বলেন, নবজাতকটিকে আমি দ্রুত ৪০ নম্বর ওয়ার্ডের আরবান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তাকে পরিস্কার করে বাসায় নিয়ে সেখানে দুধ খাইয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
শিশুটি সুস্থ আছে জানিয়ে কাউন্সিলর শাহনূর বেগম বলেন, আপাতত আমাদের হেফাজতে আছে শিশুটি। পুলিশকেও বিষয়টি জানিয়েছি। পরে আইনগতভাবে যা হওয়ার হবে।