মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ১৮ ও ১৯ অক্টোবরের ধর্মঘট প্রত্যাহার

| প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০১৭ | ৭:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম : আগামী ১৮ ও ১৯ অক্টোবর লাগাতার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার বিকালে ঢাকা ও চট্টগ্রাম মহানগর মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমানের সাথে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে লাগাতর ৪৮ ঘণ্টা সি.এন.জি অটোরিক্সা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদরন যুগ্ম সচিব এস.কে. সিকদার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব বরকত উল্লা ভুলু, যুগ্ম আহবায়ক হায়দার আজম চৌধুরী, যুগ্ম সচিব এস. কে সিকদার, সদস্য সচিব এ.টি.এম নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবদুল মন্নান, যুগ্ম সচিব টিটু চৌধুরী, মোতালেব হোসেন, মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক স্বপন সিংহ, কামরুল, জাহাঙ্গির আলম, হেলাল উদ্দিন, দিপু, মুজিবুর রহমান, মতিন কোম্পানী, তরুণ দাশ, নোমান, সিরাজুল মোস্তফা, দীলিপ চৌধুরী, জাকির কোম্পানী প্রমুখ।