চট্টগ্রাম : সিআরসিডি মুক্ত রোভার স্কাউট গ্রুপের ক্রু কাউন্সিল রোববার রোভার ডেনে অনুষ্ঠিত হয়।
সিনিয়র রোভার মেট নুরুন্নবী শাওন-এর সঞ্চালনায় ক্রু কাউন্সিল মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গ্রুপ সভাপতি ও বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটের ট্রেইনার এস এম ফারুক উদ্দিন (এএলটি)।
বিশেষ অতিথি ছিলেন গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার মো. এনাম (উডব্যাজার)।
সভায় বিগত ক্রু কাউন্সিলের মেয়াদ সম্পন্ন হওয়ায় সর্ব সম্মতিক্রমে নতুন ক্রু কাউন্সিল গঠিত হয়।
এতে নতুন সিনিয়র রোভার মেট ইমন চক্রবর্তীকে সভাপতি এবং সহ-সিনিয়র রোভার মেট মো. কাজী ইসমাঈলকে সম্পাদক মনোনীত করা হয়।
অন্যান্য রোভারদের মধ্য থেকে রোভার মেট আরিফ হোসেনকে প্রশিক্ষণ সম্পাদক রোভার মেট মো. মঞ্জুরকে প্রোগ্রাম সম্পাদক, রোভার মেট মো. তাজুল ইসলামকে কোয়ার্টার মাস্টার, রোভার মেট মো. খলিলকে ডেন রক্ষাকারী এবং সাব্বির খান ইমনকে দপ্তর সম্পাদক পদে মনোনীত করা হয়।