চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি মুদি দোকানের পেছন থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পতেঙ্গা থানাধীন জিইএম কোম্পানির গেইটের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হোসেন (১৯) পতেঙ্গার কাঠগড় মুসলিমাবাদ এলাকার আবুল হোসেনের ছেলে। ট্রেলারের সহকারী হিসেবে কাজ করতেন তিনি।
পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, দুই-একদিন আগে হৃদয়কে হত্যা করে ফেলা রাখা হয়েছিল। তার শরীর, হাত-পা বাঁধা অবস্থায় ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হৃদয়ের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ-মনোমালিন্য ছিল বলে জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।