মোর্শেদ নয়ন : নাম নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. জয়নাল আবেদীন; একই নামের অন্তত চারজন ব্যক্তি একই পদবি দাবি করায় বিভ্রান্তিতে পড়েছেন নেতা-কর্মীরা।
নতুন কমিটিরতে দুই নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের নামের জায়গায় উল্লেখ রয়েছে মো. জয়নাল আবেদীন। একই নামে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সক্রিয় রয়েছে একাধিক নেতা। এখন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন জয়নাল নামের কমপক্ষে চার ছাত্রনেতা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে কে সেই জয়নাল?
অবশেষে বিভ্রান্তি কেটেছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক নেতা ও সাউদার্ণ ইউনিভার্সিটির বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৪র্থ বর্ষের ছাত্র মো. জয়নাল আবেদীনই হচ্ছেন সেই জয়নাল।
এর সত্যতা একাধিক সূত্র একুশে পত্রিকাকে নিশ্চিত করেছে।
জয়নালের ডাক নাম জয়। গ্রামের বাড়ি জামায়াত-শিবির অধ্যূষিত সাতকানিয়াতে; মো. জয়নাল আবেদীন একুশে পত্রিকাকে বলেন, ‘নামের পাশে হয়তো আমার ডাক নাম জয় না দেখে কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন। তবে, দুই নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক যে আমি, এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের ঘনিষ্ঠ হিসেবে দাবী করে তিনি আরও বলেন, ‘আজ মঙ্গলবার সকালে আমি জাকির ভাইয়ের সাথে দেখা করেছি এবং আমাকে যুগ্ন-সম্পাদক করায় ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছি।’
খোঁজ নিয়ে জানা যায়, জয়নাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরীর অনুসারী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন চৌধুরী তার পদ প্রাপ্তিতে ভূমিকা রাখেন।
প্রসঙ্গত নতুন কমিটিতে জয়নাল আবেদীন নামে একটি নাম রয়েছে। তবুও সরকারি সিটি কলেজ থেকে পড়াশোনা করা জয়নাল আবেদিন নামে আরেক ছাত্রনেতাও একই পদ দাবী করেন। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। তার বাড়িও সাতকানিয়ায়। এছাড়া আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় আরও দুই জয়নাল একই পদ দাবী করে আসছেন।
উল্লেখ্য, ১৫ অক্টোবর এস এম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ২৩ জন। যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে নয়জনকে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নয়জন। একজন করে সহ সম্পাদক, প্রচার সম্পাদক, উপ প্রচার সম্পাদক, দফতর সম্পাদক, উপ দফতর সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং দুইজনকে উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক করা হয়েছে।