মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

খাগড়াছড়িতে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

| প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০১৭ | ৭:২৯ অপরাহ্ন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে মোটর সাইকেল থেকে পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজু আক্তার (৩০)।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলার পানছড়ি উপজেলায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়ানগর গ্রামের বাসিন্দা গৃহবধূ নাজু আক্তার ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে মধ্যনগর হয়ে জিয়া নগর আসার পথে হঠ্যৎ মোটর সাইকেল থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহতাবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নাজু আক্তার এক সন্তানের জননী। স্থানীয় ইউপি সদস্য মো: আবুল হাশেম (হাসু) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কেউ অপমৃত্যুর মামলা করেনি।