মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৭৩ জুয়াড়ি গ্রেফতার

| প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০১৭ | ৬:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ের সিটি ইন হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সিটি ইন হোটেলের চারতলা ভবনের এসিরুমে জুয়ার আসর বসে। এরপর সেখানে অভিযান চালিয়ে ৭৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।