মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ইয়াবা ও হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতাভর

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৭ | ৬:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ১ হাজার ইয়াবা ও ৬০ গ্রাম হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে আকবর শাহ থানার নিউ শহীদ লেনের বাস্তুহারা কলোনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহিন উদ্দিন (২০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার গনেশপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাস্তুহারা কলোনীর গোলাম রব্বানীর বাসায় অভিযানে গিয়ে মহিনকে আটক করা হয়। এরপর বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবা ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।