মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’ এর নতুন কমিটি

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৭ | ৬:৩৬ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : মো. আরাফাত হোসেনকে সভাপতি ও নুর উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কর্ণফুলীর ঐতিহ্যবাহী সামাজিক উন্নয়ন ও ক্রীড়ামূলক সংগঠন ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’ এর ২০১৭-১৮ সালের নতুন কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ১৯ অক্টোবর চরপাথরঘাটা হাজী মদন নবী মার্কেটস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নতুন কমিটি গঠিত হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ গভর্নিং বোর্ড চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সেলিম হক এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সেলিম খাঁন ২০১৭-১৮ সালের জন্য মো. আরাফাত হোসেনকে সভাপতি ও নুর উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করেন।

কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে মো. সুমন, নাজিম উদ্দিন রিয়াদ, দোস্ত মেহাম্মদ, যুগ্ন- সাধারণ সম্পাদক পদে হোসেন মোবারক, মোঃ রিদুয়ান কোষাধ্যক্ষ, তারেক হোসেন মুন্না সাংগঠনিক সম্পাদক, মোঃ মহি উদ্দিন ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, রাসেল রাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ কায়সার শিক্ষা সাহিত্য ও পাঠাগার সম্পাদক, আরমান হায়দার ক্রীড়া সম্পাদক, মোঃ রাসেদ সাংস্কৃতিক সম্পাদক, মোঃ সোহেল দপ্তর সম্পাদক, নির্বাহী সদস্য পদে মোঃ দিদার, মোঃ শাহাজান, মো. মানিক।

মহিউদ্দিন বাদশার সভাপতিত্বে নতুন কার্যকরী পরিষদ গঠনকল্পে অনুষ্ঠিত সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ গভর্নিং বোর্ড চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সেলিম হক বলেন, নতুন নতুন সৃজনশীল সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে বেশী মানুষের সেবার করার সুযোগ হবে।

ক্লাবের ঐতিহ্য সমুন্নত রেখে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য নতুন কার্যকরী পরিষদকে অনুরোধ জানান তিনি।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সেলিম খাঁন বলেন, নবগঠিত কমিটির সদস্যরা বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকবে এবং ঐতিহ্যবাহী চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাং ইয়াছিন, সাবেক সভাপতি হাজি মামুনুর রশিদ, আব্দুল লতিফ, মোহাং মোরশেদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯১ সালে কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটার কিছু উদ্যোমী তরুণের উদ্যোগে ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’ প্রতিষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার আর্থ সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী ও ক্রীড়ামূলক কর্মকান্ড চালিয়ে আসছে।