মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

হাটহাজারীতে নেশাগ্রস্থ যুবককে ১ বছরের কারাদণ্ড

| প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০১৭ | ১২:০৫ পূর্বাহ্ন

মোঃ আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে নঈম উদ্দীন (২৮) নামের এক নেশাগ্রস্থ যুবককে এক বছরের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এ দন্ড প্রদান করেন।

দন্ডিত নঈম মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ ছবীর উদ্দিনের ছেলে।

জানা যায়, দন্ডিতকে নেশাগ্রস্থ অবস্থায় মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী গ্রাম পুলিশ দিয়ে আটক করে পরিষদে নিয়ে আসে। পরে আটককৃতের অভিভাবকদের পরিষদে ডেকে এনে তদের সাথে কথা বলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি পরিষদে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় ইয়াবা সেবনে নেশাগ্রস্থ নঈম উদ্দিনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী জানান, নেশা করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করার খবর পেয়ে তাকে আটক করে পরিষদে নিয়ে অাসা হয়। পরে ইউএনওকে খবর দিলে তিনি উপস্থিত হয়ে অভিযুক্তের অপরাধের প্রমান পাওয়ায় এক বছরের কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধ প্রমাণ হওয়ায় একবছরের দন্ডাদেশ দেয়া হয়েছে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দন্ডিতকে কারাগারে প্রেরন করা হয়েছে।