মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্র বিক্রেতা গ্রেফতার, পাঁচটি অস্ত্র-গুলি উদ্ধার

| প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০১৭ | ৮:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকা থেকে পাঁচটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র বিক্রেতাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিটি গেইট চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয় বলে জানান আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ‘অস্ত্র বিক্রি করতে ফেনীতে যাচ্ছিল কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা মো. ফারুক। গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেইট চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।’

‘এরপর তার স্বীকারোক্তি মোতাবেক বাসের মালবক্সের ভেতরে থেকে পাঁচটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো সেখানে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।’

ওসি আলমগীর বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানিয়েছে অস্ত্রগুলো মহেশখালীতে তৈরী করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সে অস্ত্র ব্যবসায় যুক্ত রয়েছে।’

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর।